বিএমএসএস রাজশাহী বিভাগীয় কমিটি ঘোষণা : সভাপতি-পুলক, সেক্রেটারি আরিফ
সভাপতি-পুলক, সেক্রেটারি আরিফ |
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) -এর রাজশাহী বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ও মহাসচিব মোঃ সুমন সরদার স্বাক্ষরিত রাজশাহী বিভাগীয় কমিটি- ২০২৩-২০২৪ অনুমোদন পূর্বক ঘোষণা ও প্রকাশ করা হয়। সেই সাথে পূর্বের কমিটি সহ সকল পদ বাতিল করা হয়।
নবগঠিত অনুমোদিত কমিটিতে দৈনিক সময়ের কাগজ রাজশাহী'র স্টাফ রিপোর্টার মাসুদ আলী পুলক-কে সভাপতি এবং প্রজন্মের আলো (রাজশাহী)'র নিজস্ব প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম-কে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন- সিনিয়র সহ-সভাপতি : এনামুল কবির এনাম (দৈনিক ইনকিলাব বদলগাছী-নওগাঁ), সহ-সভাপতি : এস.এম ইসাহক আলী রাজু (দৈনিক ভোরের পাতা-গুরুদাসপুর), সহ-সভাপতি : মুরশিদ উল্লাহ (দৈনিক হিসনা বানী-রাজশাহী) সহ-সভাপতি : মো: নুর কুতুবুল আলম (দৈনিক আমাদের সময়- বাগমারা) সহ-সভাপতি : আসাদুজ্জামান বিকাশ (দৈনিক নতুন বিশ্ব বার্তা-পাবনা), সহ-সভাপতি : প্রভাষক মোঃ সেলিম রেজা (দৈনিক যায়যায় দিন- চাপাই নবাবগঞ্জ), সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক : মো. খালেদ মাহমুদ সুজন (যায়যায়দিন -ঈশ্বরদী), যুগ্ম সাধারন সম্পাদক : মুজাহিদ হোসেন (দৈনিক সূর্যোদয়- নওগাঁ), যুগ্ম সাধারন সম্পাদক : এম ইসলাম দিলদার (দৈনিক মানবজমিন বাঘা), যুগ্ম সাধারন সম্পাদক : ইমাম হোসেন (বিডি নিউজ২৩.কম সম্পাদক) রাজশাহ, যুগ্ম সাধারন সম্পাদক : রাজু আহমেদ দৈনিক কালবেলা-দুর্গাপুর), যুগ্ম সাধারন সম্পাদক : মোঃ মুনছুর হেলাল (দৈনিক বিকাল বার্তা) সিরাজগন্জ, যুগ্ম সাধারন সম্পাদক : রবিউল রনি (দৈনিক পাবনার বানী), যুগ্ম সাধারন সম্পাদক : মোঃ রেজাউল করিম (দৈনিক সকালের সময়) নাটোর।
সাংগঠনিক সম্পাদক : মোঃ ইসরাফিল হোসেন (রাজশাহী টাইমস-প্রকাশক ও সম্পাদক), সহ: সাংগঠনিক সম্পাদক : শাহাদত হোসেন (সাপ্তাহিক অগ্রযাত্রা) পুঠিয়া-রাজশাহী, প্রচার সম্পাদক : মোঃ রকিবুল হাসান সনি (বাংলাদেশ সমাচার) পুঠিয়া, দপ্তর সম্পাদক : মোঃ শামীম হাসান (দৈনিক গণমুক্তি-মহাদেবপুর), গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক : মো: আলমগীর হোসেন (দৈনিক সানশাইন-বাগমারা), অর্থ সম্পাদক : মোঃ ইব্রাহিম পারভেজ (ক্রাইম ওয়াচ) রাজশাহী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক : এম এ হাসেম, (দৈনিক তাজা খবর) পাবনা, আইন বিষয়ক সম্পাদক : অমিত কুমার (ভোরের জানালা) রাজশাহী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মোঃ আবুল কালাম আজাদ (দৈনিক স্বতঃকন্ঠ) পাবনা, ত্রান, পূনর্বাসন ও সমাজকল্যান সম্পাদক : মোঃ অলি আহমেদ (বাংলাখবর প্রতিদিন) নাটোর, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: আমিনুল ইসলাম (দৈনিক মাতৃজগত) চাঁপাইনবাবগঞ্জ, তথ্য গবেষণা সম্পাদক : মোঃ মেহেদী হাসান (দৈনিক সত্যের সকাল) বগুড়া, জনসংযোগ ও কর্মসংস্থান সম্পাদক: মোঃ রেজাউল করিম (দৈনিক আজকালের সংবাদ) নাটোর, ক্রীড়া বিষয়ক সম্পাদক : মো: হাসিবুর রহমান (দৈনিক শ্যামবাজার) রাজশাহী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক : মাসুম বিল্লাহ (দৈনিক আশ্রয় প্রতিদিন) শেরপুর-বগুড়া, শিল্প ও বাণিজ্য সম্পাদক: রবিউল ইসলাম (দৈনিক মানবকন্ঠ) পত্নীতলা, নওগাঁ, কৃষি ও সমবায় সম্পাদক: মোঃ নুর সাইদ ইসলাম (খোলা নিউজ বিডি২৪) নওগাঁ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম বুলবুল (ক্রাইম ওয়াচ) মতিহার-রাজশাহী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সম্পাদক:
মোঃ রাশেদ ইসলাম, (সকালের সংযোগ), জয়পুরহাট, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক : মোঃ শাকিল হোসেন (দৈনিক ফুলতলা প্রতিদিন) পত্নীতলা- নওগাঁ, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক: মোঃ মিজানুর রহমান (সাপ্তাহিক অগ্রযাত্রা) রাজশাহী, ধর্ম বিষয়ক সম্পাদক: মোঃ সবুজ হোসেন (দৈনিক ভোরের চেতনা) নওগাঁ, মহিলা বিষয়ক সম্পাদক : মোসা: উম্মে নাজনীন উর্মি (দৈনিক মানবাধিকার প্রতিদিন) রাজশাহী, সাহিত্য বিষয়ক সম্পাদক : মোহাম্মদ আব্দুল মালেক (অগ্রযাত্রা পত্রিকা) রাজশাহী, উপ-প্রচার সম্পাদক : মোঃ আবু বক্কর সিদ্দিক (এবিসি ন্যাশনাল নিউজ) পাবনা, উপ-আইন বিষয়ক সম্পাদক : মোঃ রুবেল হাসান (ক্রাইম ওয়াচ) রাজশাহী, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : মোঃ আমিরুল ইসলাম, (দৈনিক আশ্রয় প্রতিদিন) নাটোর, উপ-তথ্য গবেষণা সম্পাদক : মোঃ রকিবুল (সময়ের আলো) পুঠিয়া-রাজশাহী, উপ-সাংস্কৃতিক সম্পাদক: মো: এস.এম আক্কাস আলী (আকাশ) (দৈনিক দেশ বর্তমান) সিরাজগঞ্জ, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক: মোসা: হাবিবা খাতুন (স্বদেশ বিচিত্রা-ফটো সাংবাদিক) রাজশাহী। নির্বাহী সদস্যবৃন্দ হচ্ছেন: মোঃ হেলাল উদ্দিন, স্বদেশ কন্ঠ প্রতিদিন (বড়াইগ্রাম প্রতিনিধি) নাটোর, মো: জাহাঙ্গীর আলম মিলন (ক্রাইম ওয়াচ রিপোর্ট), মো: আলমগীর হোসেন (ক্রাইম ওয়াচ রিপোর্ট) রাজশাহী, মো: সালাউদ্দীন আহম্মেদ সিজার (ক্রাইম ওয়াচ রিপোর্ট) রাজশাহী, মো: সাদ্দাম হোসেন (ক্রাইম ওয়াচ) রাজশাহী।
উল্লেখ্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) সাংবাদিক বিপদের মুহূর্তে ঐক্যবদ্ধ ভাবে পাশে থাকা এবং সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রাজপথে থাকা একটি নি:স্বার্থ সংগঠন।
এই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে তাদের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং অভিনন্দন ও শুভকামনা জানান সংগঠনের চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক, মহাসচিব মো: সুমন সরদার সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
No comments