Header Ads

Header ADS

প্রযুক্তির এই দিনে: ১৭ জানুয়ারি

 

বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের প্রতিকৃতি। ১৭৭৮, শিল্পী: জোসেফ ডুপলেসিসউইকিমিডিয়া

বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের জন্ম

বিদ্যুতের আবিষ্কারক, তাত্ত্বিক, বিজ্ঞানী ও রাজনীতিক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বোস্টনে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের একজন।

 

১৭ জানুয়ারি ১৭০৬
বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের জন্ম
বিদ্যুতের আবিষ্কারক, তাত্ত্বিক, বিজ্ঞানী ও রাজনীতিক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বোস্টনে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের একজন। তাঁর সময়ে তিনি ছিলেন একজন মহাজ্ঞানী। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন একাধারে লেখক, মুদ্রক, প্রকাশক, রাজনৈতিক দার্শনিক, তাত্ত্বিক, রাজনীতিবিদ, কূটনীতিক, পোস্টমাস্টার, বিজ্ঞানী, সংগীতজ্ঞ, উদ্ভাবক, ব্যঙ্গলেখক হিসেবে খ্যাতিমান ছিলেন।
বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের অন্যতম লেখক এবং স্বাক্ষরদাতা। তিনি দেশটির প্রথম পোস্টমাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পেনসিলভানিয়ার প্রেসিডেন্ট ছিলেন (১৭৮৫–১৭৮৮)। 

ফ্র্যাঙ্কলিনের দ্য জেনারেল ম্যাগাজিন অ্যান্ড হিস্টোরিক্যাল ক্রনিকল
উইকিমিডিয়া

২৩ বছর বয়সে তিনি পেনসিলভানিয়া গেজেট পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেন। ১৭৬৭ সালের পর তিনি পেনসিলভানিয়া ক্রনিকল পত্রিকার সঙ্গে যুক্ত হন। এই পত্রিকা তৎকালীন ব্রিটিশ পার্লামেন্ট ও ব্রিটিশরাজের বিভিন্ন নীতির সমালোচনায় মুখর ছিল। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন একাডেমি অ্যান্ড কলেজ অব দ্য ফিলাডেলফিয়ার প্রথম প্রেসিডেন্ট ছিলেন, ১৭৫১ সালে এই প্রতিষ্ঠান থেকে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া প্রতিষ্ঠা করা হয়।

 

ছাপাখানায় কাজ করছেন ফ্র্যাঙ্কলিন (মাঝে)
উইকিমিডিয়া

 বিজ্ঞানী হিসেবে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বিদ্যুৎ শক্তি নিয়ে ব্যাপক পড়াশোনা করেন। যা তাঁকে পরে যুক্তরাষ্ট্রের বিজ্ঞান চর্চায় এবং পদার্থবিজ্ঞানের ইতিহাসে মুখ্য চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করে। লাইটনিং রড, বাইফোকাল, ফ্র্যাঙ্কলিন স্টোভ, ক্যারিজ ওডোমিটার, আরমোনিকা কাচসহ বেশ কিছু যন্ত্রের উদ্ভাবক তিনি। লাইব্রেরি কোম্পানি, ফিলাডেলফিয়ার প্রথম দমকল বিভাগসহ বেশ কিছু নাগরিক সংস্থা তিনি প্রতিষ্ঠা করেছিলেন।

 বিজ্ঞান ও রাজনীতির অঙ্গনে অবদান এবং যুক্তরাষ্ট্রের প্রভাবশালী প্রতিষ্ঠাতাদের একজন হিসেবে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন মৃত্যুর দুই শতাব্দী পরও সারা বিশ্বে সম্মানিত। তাঁর নামে অনেক যুদ্ধজাহাজ, শহর, কাউন্টি, শিক্ষাপ্রতিষ্ঠান ও করপোরেশনের নামকরণ হয়েছে। তাঁর লেখা ৩০ হাজারের বেশি চিঠি ও নথি ‘দ্য পেপারস অব বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন’–এ সংগ্রহ করা হয়েছে। তাঁর উল্লেখযোগ্য প্রকাশনা হলো পুওর রিচার্ডস অ্যালম্যানাক (১৭৩৩) ও দ্য ওয়ে টু ওয়েলথ (১৭৫৮)’। ১৭৯০ সালের ১৭ এপ্রিল বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন মারা যান।

ওয়েস্টার্ন ইলেকট্রিকের টেলিফোন সেটে ব্যবহৃত কার্বন মাইক্রোফোন। ১৯৭৬
উইকিমিডিয়া

 

 ১৭ জানুয়ারি ১৮৮২
কার্বন মাইক্রোফোনের পেটেন্ট পেলেন থমাস আলভা এডিসন
ল্যান্ডফোন অর্থাৎ টেলিফোনের হাতলে কথা বলার জন্য বিশেষ মাইক্রোফোন ব্যবহৃত হতো। সেই কার্বন মাইক্রোফোনের পেটেন্ট স্বত্ব পান মার্কিন বিজ্ঞানী থমাস আলভা এডিসন। আজ যে মাইক্রোফোন ব্যবহৃত হয়, সেটির সরাসরি প্রতিলিপি বা প্রটোটাইপ ছিল কার্বন মাইক্রোফোন।

 

খোলা অবস্থায় এরিকসনের কার্বন মাইক্রোফোন। ছবিতে কার্বন কণাও দেখা যাচ্ছে
উইকিমিডিয়া

 

এই উদ্ভাবন টেলিফোন যোগাযোগ, সম্প্রচার ও শব্দধারণশিল্পে ব্যাপক ভূমিকা রাখে। ১৮৯০ সাল থেকে ১৯৮০–এর দশক—প্রায় এক শতাদ্বী টেলিফোনে কার্বন মাইক্রোফোন ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে।

জেরি ইয়াং
কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

 

১৭ জানুয়ারি ২০২১
ইয়াহুর পরিচালনা পর্ষদ থেকে জেরি ইয়াংয়ের পদত্যাগ
বিনিয়োগকারীদের প্রবল চাপে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহুর পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা জেরি ইয়াং। তিনি ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। ১৯৯৪ সালে ডেভিড ফিলোর সঙ্গে ইয়াহু প্রতিষ্ঠা করেছিলেন ইয়াং। তখন দুজনই স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির ছাত্র। প্রথমে ওয়েব ডিরেক্টরি হিসেবে ইয়াহুর যাত্রা শুরু হয়। পরে দ্রুত এটি জনপ্রিয়তা পায়। ১৯৯০–এর দশকে এটি অন্যতম জনপ্রিয় ওয়েব পোর্টালে পরিণত হয়। মাইক্রোসফট কয়েক শ কোটি ডলারে ইয়াহু কিনতে চেয়েছিল, কিন্তু ইয়াংয়ের সমর্থনে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। কয়েক বছর পর সেই প্রস্তাবের অর্ধেক মূল্যমানে নেমে আসে ইয়াহু। আর এখন ইয়াহুর স্থান তো ইতিহাসের পাতায়! 

 

 

No comments

Powered by Blogger.