ভোলা পল্লী বিদ্যুত সমিতিতে চাকরি
নিম্নবর্ণিত শর্তাবলি প্রতিপালন সাপেক্ষে আবেদন ফরম সরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে
প্রার্থীর বয়স: ০৭-০২-২০২৪ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর বয়স কম/বেশি হলে আবেদন গ্রহণযোগ হবে না: বয়সের প্রমাণক হিসেবে
এসএসসিং সমমানের সনদ বিবেচিত হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি/পাখা-সরকারি/স্বায়য়শাসিত সংস্থায় কর্মরত এবং বিভাগীয় প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত 'নর্ধারিত ঘর পূরণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় বিভাগীয় হাড়পত্র দাখিল করতে হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই:
মৌখিক পরীক্ষার সময় Online: এ পূরণকৃত আবেসস্পত্রের কপি (Applicant's Copy। ও প্রবেশপত্রের সাথে আবেদনে উল্লিখিত তথা প্রমাণের জন্য নিম্নোক্ত কাগজাদির সত্যায়িত (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক) ফটোকপিসহ মূল কণি প্রদর্শন করতে হবে।
(ক) সদ্য তোলা ০০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন হব। (খ) শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ)।
(গ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ওয়ার্ড এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/টিটি কর্পোরেশনের
ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রবও নাগরিকত্বের সনদ।
(ঘ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রান্ত চারিত্রিক সনদপত্র।
(৬) ফাতীয় পরিচয়পত্র/ জন্ম নিংরুন সনদ।
(চ) সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণকে বিভাগীয় ছাড়পত্র/এনওসি
লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পঃবর্তীবে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি এর মেটশ বোর্ড ও ওয়েবসাইটে www.pbs bhola.gov.bd এবং পরীক্ষার প্রবেশপত্র টেপিটকের http://pbsbho.teletalk.com.bd লিংকের মাধ্যমে
সরবরাহ করা হবে এবং প্রার্থীদের আবেদন ফরমে উল্লিখিত মোবাইল নম্বরে sms এর মাধ্যমে জানানো হবে। প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা ২৫০ করা হবে, 'পাখিত পরীক্ষায় উত্তীণ প্রাণীরাই কেবস মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
Application Form (Click here to Apply Online)
No comments