Header Ads

Header ADS

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ২০২৪ ৬স্ট থেকে স্নাতক পর্যন্ত আবেদন করুন এখনি

 


ই-ভর্তি সহায়তা সিস্টেমে স্বাগতম

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৫,০০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮,০০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০,০০০ টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে। বিস্তারিত>>   

আবেদনের পূর্বে ব্যবহার নির্দেশিকা পড়ুন।  ব্যবহার নির্দেশিকা      প্রত্যয়ন/সুপারিশ ফরম

আবেদনের নিয়মঃ সর্বপ্রথমে প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করুন। তারপর প্রিন্ট করে পূরণ করুন ও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন। অতঃপর ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের এনআইডি, ও সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলুন।

১। প্রথমে রেজিষ্ট্রেশন করুন (যদি একাউন্ট না থাকে) ২। মোবাইল ভেরিফিকেশন করুন ৩। লগইন করুন ৪। আবেদন করুন ৫। ড্যাশবোর্ড থেকে আবেদন অবস্থা জানুন

সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র
ছবি*
স্বাক্ষর*
জন্ম নিবন্ধন সনদ*
অভিভাবকের জাতীয় পরিচয়পত্র *
শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ (নির্ধারিত ফর্মে) *

 পিতা মাতা/অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র/সুপারিশ (৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য) *

ভর্তি সহায়তা প্রাপ্তির সময়সীমা
 আবেদনের প্রাপ্তির ০৪-০৬ মাস পর অর্থ প্রেরণ করা হয়।

শিক্ষার্থী ভর্তি সহায়তার নির্বাচিত হলে তাঁর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।               

আবেদন করতে এখানে ক্লিক করুন   আবেদন করতে ক্লিক করুন                

No comments

Powered by Blogger.