লালমোহনে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে এক নারীর আত্মহত্যার ঘটনায় সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় আনন্দ টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক আবদুল হান্নান কে হত্যার হুমকি দিয়েছে ওই নারীর স্বামী ও শশুর। এ ঘটনায় লালমোহন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আবদুল হান্নান। জানা যায়, গত ৫ জানুয়ারি উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা ও বদরপুর ইউনিয়ন পরিষদের সচিব সিদ্দিকুর রহমানের ছেলে শরীফের স্ত্রী লামিয়া (১৭) গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ওইদিন শরীফের বাড়িতে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। এরই জের ধরে মঙ্গলবার (১৯ মার্চ) রাতে স্থানীয় কর্তারহাট বাজারে সাংবাদিক আবদুল হান্নানকে পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে মারতে তেড়ে আাসে সিদ্দিকুর রহমান ও তার ছেলে শরীফ। পরে উপস্থিত লোকজনের জন্য কিছু করতে না পারলে সুযোগ পেলেই খুন করা হবে বলে হুমকি দেয় তারা। এ ঘটনায় ২০ মার্চ (বুধবার) লালমোহন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন আবদুল হান্নান। ডায়েরি নং-৯৮১। এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক আবদুল হান্নান কে হত্যার হুমকির বিষয়টি অস্বীকার করেন বদরপুর ইউনিয়ন পরিষদের সচিব সিদ্দিকুর রহমান।
No comments