বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদনপত্র জমাদানের নিয়মাবলী
প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতঃ প্রবেশপত্র ও নিম্নবর্ণিত সনদ/কাগজ পত্রাদি লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবেঃ
সকল শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রসমূহের সত্যায়িত ফটোকপি।
নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। উক্ত সনদ স্ব স্ব ইউনিয়ন পরিষদ/ মিউনিসিপ্যাল চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর অথবা ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নিকট আনতে উক্ত সনদে সনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে।
৩। স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে ব্যাক্তির নিজের/পিতা/মাতা বা পিতামহ পিতামহীর । স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর/খাজনা পরিশোধের প্রমাণপত্র অথবা পিতা/মাতা বা পিতামহ। পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টে উল্লিখিত স্থায়ী ঠিকানার যথোপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে।
সম্প্রতি তোলা পাসপেটি আকারের ১২ কপি সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট। হবে)।
বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক
চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল/প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে প্রার্থীতার জন্য য কর্মস্থল/প্রতিষ্ঠান প্রধানের অনুমতিপত্র।
জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের। সত্যায়িত ফটোকপি।
প্রযোজ্য ক্ষেত্রে দাবীকৃত সমমানের। যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স
সনদের সত্যায়িত ফটোকপি।
৯। ভূমিহীন এবং ভাড়া বাসায়/সরকারি খাস জমিতে নির্মিত বসতবাড়িতে বসবাসকারী তাদের সংশ্লিষ্ট প্রশাসন (উপজেলা নির্বাহী কর্মকর্তা/ইউনিয়ন পরিষদ/কাউন্সিলর) হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
প্রার্থীর যোগ্যতা
বাংলাদেশী পুরুষ নাগরিক।
এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.০০। অবিবাহিত (বিপত্নীক/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)।
নাগরিকত্ব
শিক্ষাগত যোগ্যতা
বৈবাহিক অবস্থা
বয়স
১৬ হতে ২১ বৎসর (০১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে) বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়।
উচ্চতা
কমপক্ষে ৫-৮ (১৭২.৭২ সেমি)
বুকের মাপ
স্বাভাবিকঃ কমপক্ষে ৩০ ইঞ্চি। প্রসারণঃ ন্যূনতম ২ ইঞ্চি।
বয়স ও উচ্চতা অনুযায়ী
চোখ
৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়)।
No comments