লালমোহন-তজুমদ্দিন আসনে নৌকা প্রতীক পেলেন নুরুন্নবী চৌধুরী শাওন
লালমোহন-তজুমদ্দিন আসনে নৌকা প্রতীক পেলেন নুরুন্নবী চৌধুরী শাওন |
মোঃ নুরে আলম নুর, নিজস্ব প্রতিনিধিঃ
আগামী জাতীয় দ্বাদশ নির্বাচনে ভোলা-৩ আসন থেকে চতুর্থ বারের মতো প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার জন্য নৌকা প্রতীক পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই প্রতীকের বরাদ্দ দেওয়া হয়।
এর আগেও দজাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন -তজুমদ্দিন) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি বর্তমানে এই আসনের সংসদ সদস্য ও লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাইবাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনীয় প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।
No comments